শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০৩:১৬ অপরাহ্ন
ফেনী প্রতিনিধি: ফেনীর ছাগলনাইয়ার পাঠান নগর এলাকা থেকে গুনাই কামরুল নামের এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে ১ টি একনলা বন্দুক ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয় । পুলিশের দাবি নিহত যুবক ডাকাত দলের সদস্য। দুই দল ডাকাতের গোলাগুলিতে সে নিহত হয়েছে।
ছাগলনাইয়া থানার ওসি মেজবাহ উদ্দিন জানান, শনিবার দিনগত রাত তিনটার দিকে উপজেলার পাঠাননগর ইউনিয়নের পশ্চিম শিলুয়া ডাকাত দলের দুই গ্রুপের গোলাগুলির ঘটনা ঘটে।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গুনাই কামরুল নামের এক ডাকাত সদস্যের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করে । নিহত ডাকাত পাঠাননগর পূর্ব হরিপুর গ্রামের হানিফ পাঠানের ছেলে।
পুলিশ জানায় নিহত কামরুলের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও দস্যুতাসহ ছাগলনাইয়া থানায় মোট ১৫ টি মামলা রয়েছে।
Leave a Reply