শনিবার, ০২ জুলাই ২০২২, ০৭:২৩ পূর্বাহ্ন
প্রতিবেদক: একদিন নিম্নমুখী থাকার পর আবারো উর্ধ্বমুখী প্রবণতা নিয়ে আন্তর্জাতিক বাজারে এসেছে উজ্জ্বল স্বর্ন। শুক্রবার বিকেল পর্যন্ত বেচাকেনার রেকর্ডে দেখা গেছে প্রতি আউন্স স্বর্ণের দাম উঠেছিল ১৯৭৪ ডলারের বেশি। চলতি বছরেই বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ২ হাজার ডলার হতে পারে বলে পূর্বাভাস দিচ্ছেন বাজার বিশ্লেষকরা।
বাজার বিশ্লেষকরা বলেছেন, করোনা ভাইরাসের তাণ্ডবে যখন উৎপাদনমুখী বিভিন্ন খাতে স্থবিরতা নেমে এসেছে তখন স্বর্ণের ওপর প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ছে। কারণ বিনিয়োগের মাধ্যম হিসেবে স্বর্ণ সব সময়ই নিরাপদ। আর এতেই রেকর্ডের পর রেকর্ড ভেঙে দাম বাড়ছে স্বর্ণের।
গত ২৭ জুলাই ৯ বছরের রেকর্ড ভেঙে বিশ্ববাজারে প্রতি আউন্স (এক আউন্স সমান ২৮.৩৫ গ্রাম) স্বর্ণের দাম ওঠে ১৯৪৪ ডলারের বেশি। এর আগে ২০১১ সালে প্রতি আউন্স স্বর্ণের দাম উঠেছিল ১৯২১ ডলার পর্যন্ত। এরপর থেকে রেকর্ড ভেঙেই দাম বাড়তে থাকে স্বর্ণের। মঙ্গলবার প্রতি আউন্স সোনার দাম বাড়ে ১৪ ডলারের বেশি। দিনবাপী ওঠানামার মধ্যে বেচাকেনা শেষে সেদিন এই ধাতুর দাম ঠেকে ১৯৫৮.১১ ডলারে।
Leave a Reply