বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১০:২৮ পূর্বাহ্ন
প্রতিবেদক: লক্ষ্মীপুরের কমলনগরে বিষধর সাপের কামড়ে আকবর হোসেন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার দুপুরে উপজেলার চরকাদিরা ইউনিয়নের দক্ষিণ চরকাদিরা চক বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মৃত আকবর ওই এলাকার নুর মোহাম্মদের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় চরকাদিরা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হারুনুর রশিদ জিন্নাহ ভূঁইয়া জানান, দুপুরে বাড়ির পাশের কৃষি জমিতে আমন ধানের চারা রোপনের সময় বিষধর সাপ আকবরকে কামড় দেয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Leave a Reply