বুধবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৩, ১২:১৭ পূর্বাহ্ন
প্রতিবেদক: নোয়াখালীতে গত চব্বিশ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৭৮জন।এ ছাড়াও জেলার কবিরহাট উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে মোশারেফা আরা খাতুন (৭৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৬৬জন।
বুধবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নোয়াখালী সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।
তিনি আরও জানান, জেলায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৭৮জন। যার মধ্যে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ রয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে সদরে ২৯, সুবর্ণচরে ৩, বেগমগঞ্জে ১৩, সোনাইমুড়ীতে ৫, চাটখিলে ১, সেনবাগে ৫, কোম্পানীগঞ্জে ১৫ ও কবিরহাট উপজেলায় ৭জন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৩২৭৩জন। যার মধ্যে সুস্থ্য হয়েছেন ২৩৮৯ এবং আইসোলেশনে রয়েছেন ৮১৮জন রোগী।
Leave a Reply