বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৭:৪৪ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে আমেরিকা প্রবাসীর বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি, আহত-১

প্রতিবেদক: নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরহাজারী ইউনিয়নে এক আমেরিকা প্রবাসীর বাড়ীতে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাত দলের হামলায় ফখরুল ইসলাম বোরহান (২৪) নামের এক যুবক আহত হয়েছে।

বুধবার দিবাগত রাত ১টার দিকে চরহাজারী ৩নং ওয়ার্ড আব্দুস সোবহান মেম্বার বাড়ীর আমেরিকা প্রবাসীর ঘরে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ডাকাতদল চলে যাওয়ার সময় ডাকাতির ঘটনায় থানা পুলিশকে জানালে আরও ভয়াবহ অবস্থা হবে বলে হুমকি দিয়ে যায়। এ ভয়ে আবদুল মালেক মিয়া ডাকাতির বিষয়ে কোন ধরনের মামলা বা অভিযোগ করতে ইচ্ছুক নয় বলে জানান।

খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নোয়াখালীর পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে কাটা আগ্নেয়াস্ত্র সজ্জিত মুখোশ পরা ১০-১২ জনের সংঘবদ্ধ একটি ডাকাত দল তার বিল্ডিং এর ছাদের দরজা দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে। ডাকাতরা তার কলেজ পড়ুয়া ছেলে ফখরুল ইসলাম বোরহানকে (২৪) বেদম মারধর করে। ঘরে থাকা অন্য সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে আমেরিকা প্রবাসী তার ভাতিজী নুসরাত জাহানের (২০) ভিসা কার্ড, ৫ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৬ হাজার টাকা, ১টি মোবাইল সেট ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রবিউল হক জানান, খবর পেয়ে নোয়াখালীর পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© All rights reserved © 2017 nktelevision
Design & Developed BY Shera Web