বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০৩:২০ অপরাহ্ন
প্রেতিবেদক: দেশ ও জাতিকে উন্নত করতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। এ জাতি যত বেশী শিক্ষিত হবে, দেশ তত বেশী উন্নতি লাভ করবে বলে মন্তব্য করেছেন নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য ও কৃষি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং বেগমগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মামুনুর রশিদ কিরণ।
তিনি বৃহস্পতিবার সকালে বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর নূরানী হাফিজিয়া হোসাইনিয়া আরাবিয়া মাদ্রাসা’র নতুন ভবন শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মাদ্রাসা সভাপতি সাইফুল ইসলাম সুজন’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রুবেল’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বেগমগঞ্জ উপজেলা সাবেক চেয়ারম্যান ভিপি মোহাম্মদ উল্যাহ, বেগমগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড. শরীফুল ইসলাম, এভারগ্রীণ ট্রেডিং কর্পোরেশন’র ব্যবস্থাপনা পরিচারক মোঃ নূর নবী টিপু, নরোত্তমপুর ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ বাচ্চু, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব আবদুল গফুর, ডাঃ ছালেহ আহমেদ সোহেল, মেহেদী হাছান টিপু সহ অনেকেই।
প্রধান অতিথি আরো বলেন, মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়ন ও বিজ্ঞান ভিত্তিক যুগ-উপযুগি করতে শেখ হাসিনা সরকার বদ্ধ পরিকর। যুব সমাজকে মাদক, ইয়াবা ও ইভটিজিং থেকে দূর রাখতে মাদ্রাসা শিক্ষার বিকল্প নেই। এর আগে প্রধান অতিথি ফিতা কেটে মাদ্রাসার নতুন ভবনের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
Leave a Reply