বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৫:১০ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে রাতের খাবারে চেতনা নাশক বিষ মিশিয়ে এক ব্যবসায়ীর ঘরে চুরির ঘটনা ঘটেছে।শুক্রবার দিবাগত রাতে উপজেলার বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের মুসল্লি বাড়ির নাজির হুজুরের ঘরে এ ঘটনা ঘটে। পরে ওই পরিবারের ৯জন সদস্যকে গুরুত্বর অসুস্থ রাতেই অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, চোরচক্র গত শুক্রবার দিবাগত রাতে সবার অজান্তে ওই ব্যবসায়ীর বাড়িতে এসে তাঁদের খাবারে বিষাক্ত রাসায়নিক দ্রব্য মিশিয়ে দেয়। ওই খাবার খেয়ে রাত ১১টার দিকে ব্যবসায়ী তাঁর স্ত্রী এবং তাঁর ছেলে- মেয়ে ঘুমিয়ে পড়েন। এরপর রাত ১২টার দিকে চার থেকে পাঁচজন চোর তাঁদের জিনিসপত্র লুটপাট করে।
কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে ৪ ভরি স্বর্ণালংকার ও নগদ ছয় হাজার টাকা চোরচক্র চুরি করে নিয়ে গেছে। খাবারে চেতনা নাশক বিষ মিশিয়ে এ ঘটনা ঘটিয়েছে সংঘবদ্ধ চোরের দল। তবে পরিবারের সদস্যরা পুরোপুরি সুস্থ হলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
Leave a Reply