শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০৩:১৬ অপরাহ্ন
প্রতিবেদক: নোয়াখালী সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নে সন্ত্রাসীদের হামলায় ঘর বাড়ি ভাংচুর এবং মালামাল লুটের অভিযোগ উঠেছে। সোমবার রাতে পূর্ব চরমটুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দক্ষিণ জগতপুর এবং ১নং চর মটুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নেয়াজের ডগিতে এ হামলা,ভাংচুর ও লুটপাটের অভিযোগ করে ভুক্তভোগিরা। এসময় সন্ত্রাসীদের তান্ডবে ১১-১২ টি ঘরবাড়ি এবং দোকানঘর ভাংচুর হয়।
ভাংচুরের পর বাড়িগুলো থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করার অভিযোগ করেছেন ভুক্তভোগিরা । এনকে টেলিভিশন টিম সরেজমিনে ভুক্তভোগী এবং স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারে হামলাকারিরা পাটোয়ারি বাড়ি,গোলক পাটোয়ারি বাড়ী,ইসমাইলের বাড়ী,বাসুর দোকান,মোখলেস উদ্দিনের নতুন বাড়ী,পাটোয়ারী টোলা,আবদুল বারিকের বাড়ীতে হামলা করে। ইভটিজিং এর ঘটনাকে কেন্দ্র করে হামলাকারীরা এ তান্ডব চালিয়েছে বলে ভুক্তভোগিরা জানিয়েছেন।
হামলা,ভাংচুর এবং লুটপাটের ঘটনায় গত ৬ আগস্ট ১নং চরমটুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা মো. নুরুল আমিন বাদী হয়ে সুধারাম মডেল থানায় একটি মামলা দায়ের করে । মামলার নাম্বার ৮ । এমরান,রিয়াদহোসেন,সাগর,রিপন,হাসান,রাসেল,হোরণ,বেলাল,টিপু,আনিছ মিয়া,শাকিলসহ আরো অজ্ঞাতনামা ২০-২৫ জনের নামে মামলাটি করা হয়।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবীর হোসেন বলেন,ঘটনাটির বিষয়ে মো. নুরুল আমিন বাদী হয়ে একটি মামলা করে । আমরা এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
Leave a Reply