শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৪:৪০ পূর্বাহ্ন

ফকিরপুর সড়ক নির্মান কাজের উদ্ভোধন করলেন মেয়র শহিদ উল্যাহ খান

সালাহ উদ্দিন সুমন:দীর্ঘ প্রায় ৯ বছর পর নোয়াখালী পৌর সভার ৪নং ওয়ার্ডের অবহেলিত ফকিরপুর সড়কের নির্মান কাজের উদ্বোধন করলেন নোয়াখালী পৌর মেয়র শহিদ উল্যাহ খান সোহেল ।

সোমবার সকাল ১০ টায় ফকিরপুর মাদ্রাসা প্রাঙ্গনে ৪নং ওয়ার্ড কাউন্সিলর নুর নবী সোহাগের সভাপতিত্বে এক আলোচনা সভায় মেয়র জানান, কুয়েত ফান্ডের ডিআইএপি প্রকল্পের অধিনে পৌর এলাকায় মোট ৬ কোটি ৪৬ লাখ ১৫ হাজার ৩শত ৮০ টাকার প্রকল্প ব্যয়ে রাস্তা সংস্কারের কাজ সম্পন্ন হবে । ফকিরপুর রাস্তাটির পাককলন ধরা হয়েছে ১ কোটি ১২ লক্ষ টাকা ব্যয়ে মোট ৭শত মিটার রাস্তার কাজ সম্পন্ন করা হবে।

ফকিরপুর রাস্তা উদ্ভোধন কালে মেয়র জানান, ৬ মাস একবছর পর রাস্তা নষ্ট হয়ে যাবে এমন রাস্তা আমার পৌর এলাকায় হবেনা।ঠিকাদার যে হোক কাজ বুঝে নেয়ার দায়িত্ব আমার। আমি নিজেই ঠিকাদার নিজেই ইঞ্জিনিয়ার। অতএব কোন অনিয়ম হতে দিব না। আমার মেয়াদ থাকাকালিন অবস্থায় পৌর সভার ১টি সড়ক ও কাঁচা থাকবে না, পর্যায় ক্রমে সবগুলো সড়ক পাকাকরন করা হবে। মহামারি করোনা ভাইরাস না আসলে এ সকল রাস্তার কাজ অনেক আগে শেষ হতো। আসাকরি ১ থেকে দেড় মাসের মধ্যে ফকিরপুর রাস্তার কাজ সম্পন্ন হবে।

তিনি আরো বলেন এ প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে ,বিচারপতি বদরুল হায়দার সড়ক, চাইল্ড কেয়ার স্কুল রাস্তা, হাকিম কোয়াটার রোড, জজ্ কোট রাস্তা,খন্দকার পাড়াও বোর্ড স্কুল সড়ক এবং পুরাতন কলেজ সড়ক নির্মান করা হবে। এছাড়াও এ প্রকল্পের অধিনে ৭টি ড্রেনের কাজ হাতে নেয়া হয়েছে।

ড্রেন গুলো হচ্ছে নোয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজ হতে মাষ্টারপাড়া সড়কের পার্শ্বে ড্রেন, ফ্লাট রোড় সংলগ্ন রাস্তার পার্শ্বে ড্রেন, খাদেমুল ইসলাম রাস্তার পার্শ্বে ড্রেন, সোনাপুর বাজার ড্রেন, শিল্পকলার পার্শ্বে ড্রেন, বিনোদপুর কালবার্ড এবং দত্তেরহাট গরু বাজারের কালবার্ড সংলগ্ন ড্রেন। রাস্তা উদ্ভোধন কালে মেয়রকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ফকিরপুর যুব সংগঠনের পক্ষে এ আর আজাদ সোহেল, নুর হোসেন সবুজ ও নবজাগরণ একতা সংঘের ফজলে এলাহী পিয়াল, মিনহাজুল ইসলাম শিহাবসহ সদস্য গন । এসময়, পৌর সভার প্রকৌশলী দেলোয়ার হোসেন, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© All rights reserved © 2017 nktelevision
Design & Developed BY Shera Web