বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০২:০৮ অপরাহ্ন
প্রতিবেদক: নোয়াখালীর কোম্পানীগঞ্জে চাহিদা অনুযায়ী সরবরাহ থাকলেও দাম কমছেনা রূপালী ইলিশের। উপজেলার চর লেংটা ঘাট ও মুছাপুর ক্লোজার ঘাট এলাকায় প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ৯শ থেকে ১ হাজার টাকায়। আর ছোট সাইজের ইলিশ বিক্রি হচ্ছে ৫শ থেকে ৬শ টাকা দরে।
স্বাদের কারণে ইলিশের প্রতি মানুষের আগ্রহ বেশী। তাই দামও চড়া। ভরা মৌসুমেও দাম না কমায় অনেকে হতাশ। মাছ কিনতে বাজারে বাজারে ঘুরলেও বাড়তি দামের কারনে ইলিশ কিনতে পারছেনা অধিকাংশরা।
কোম্পানীগঞ্জের এ দুই ঘাট এলাকা ঘুরে দেখা যায়, জেলেদের জালে ধারা পড়ছে ছোট-বড় প্রচুর ইলিশ। কিন্তু দাম আকাশ ছোঁয়া। অভিযোগ রয়েছে ঘাটের ইজারাদার ও পাইকারী ব্যবসায়ীদের কারসাজিতে দাম কমছেনা কাঙ্খিত সেই ইলিশের।
তবে ব্যবসায়ীদের দাবি, কোরবানির কারণে বাজারে পাইকার না আসায় ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের। যে কারনে দাম একটু বেশী।
Leave a Reply