রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০২:০৫ পূর্বাহ্ন
প্রতিবেদক: কারখানা স্থানান্তরের প্রতিবাদে গাজীপুর সিটি করপোরেশনের সাইনবোর্ড কলমেশ্বর এলাকায় ব্যান্ডো ফ্যাশন লিমিটেড নামে একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টি হয়েছে। এতে মঙ্গলবার সকালে শ্রমিকরা বিক্ষোভ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে দুই ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার (এসপি) সিদ্দিকুর রহমান। তিনি বলেন, ‘সাইনবোর্ড কলমেশ্বর এলাকায় ব্যান্ডো ফ্যাশন লিমিটেড নামে ওই কারখানাটি শ্রীপুরে সরিয়ে নেয় কর্তৃপক্ষ। পরে মঙ্গলবার সকালে শ্রমিকরা কারখানার সামনে টাঙানো নোটিশ দেখে এটি জানতে পারেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে বিক্ষোভ শুরু করেন।
পুলিশ সুপার আরও বলেন, ‘ওই কারখানায় আড়াই হাজার শ্রমিক কাজ করতেন। যেসব শ্রমিক শ্রীপুরে গিয়ে কাজ করতে আগ্রহী তারা সেখানে যোগ দিতে পারবেন। এছাড়া অন্য শ্রমিকদের বেতন পরিশোধ করা হবে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ।’
Leave a Reply