বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৫:৪৪ অপরাহ্ন
নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী সুবর্ণচরে কৃষক আব্দুল মান্নানের হত্যা মামলার প্রধান আসামি সুবর্ণচর উপজেলার ১ নং চরজব্বার ইউনিয়ন আওয়ামি লীগের সাধারন সম্পাদক ফজলুল হক ফজলুকে দ্রুত গ্রেফতার এবং হত্যার সাথে জড়িত সকলের ফাঁসি দাবী করে মানববন্ধন করেছে নিহতের পরিবার এবং এলাকাবাসী।
১২ আগষ্ট বুধবার বেলা ১১ টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, কাঞ্চন বাজারে ব্যাবসায়ী কমিটির সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম ওরপে ঢাকাইয়া সিরাজ নিহতের ভাই সফিকুর রহমান, মনির মেস্বার, মোস্তফা মাঝি, দিদার হোসেন প্রমূখ।
বক্তারা বলেন, হত্যাকারি ফজলু আওয়ামি লীগের নাম ভাঙ্গিয়ে দির্ঘদিন ধরে সুবর্ণচরে মাদকব্যবসা, খুন, ধর্ষণ, ডাকাতি, ভূমিদখল, চাঁদাবাজি সহ নানা অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত রয়েছে, ঘটনার দিন ফজলুর এসব কাজের প্রতিবাদ করলে ফজলু তার সাঙ্গপাঙ্গ নিয়ে সুবর্ণচর উপজেলার ১নং চরজব্বার ইউনিয়নের কাঞ্চন বাজারে কৃষক আব্দুল মান্নান কুপিয়ে হত্যা করে। এবং এ ঘটনায় আহত হয় আরো ৪ জন এর মধ্যে কাশেমের অবস্থা আশংকা জনক বর্তমানে কাশেম আইসিইউতে রয়েছেন। ঘটনার পরদিন পুলিশ ৪ জনকে গ্রেফতার করলেও হত্যার প্রধান আসামি ফজলুল হক ফজলুকে এখনো গ্রেফতার করেনি পুলিশ।বক্তারা ফজলুল হক ফজলু সহ হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং ফাঁসির দাবী জানান।
Leave a Reply