মঙ্গলবার, ০৯ অগাস্ট ২০২২, ০৪:৩৭ পূর্বাহ্ন
প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর রাশেদ মোহাম্মদ সিনহা হত্যার সঠিক বিচার চেয়েছে বিএনপি।
বৃহস্পতিবার সকালে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে দলটির পক্ষ থেকে বক্তব্য তুলে ধরতে ভার্চুয়াল সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিনহা হত্যার সঠিক বিচার দাবি করেন।
মির্জা ফখরুল বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর বিষয়ে এতদিন আমরা যা বলে আসছিলাম তাই এখন প্রমাণ হয়েছে৷গত ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে টেকনাফের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হন।
৫ আগস্ট সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে কক্সবাজার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকতসহ নয়জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
আসামিদের মধ্যে ওসি প্রদীপসহ সাত পুলিশ সদস্য ৬ আগস্ট আদালতে আত্মসমর্পণ করেন। আদালতের নির্দেশে এই মামলা তদন্ত করছে র্যাব।
Leave a Reply