শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৫:১৯ পূর্বাহ্ন
সালাহ উদ্দিন সুমন: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নোয়াখালী পৌরসভার উত্তর ফকিরপুর নবজাগরন একতা সংঘের উদ্যোগে ফকিরপুর এলাকার বিভিন্ন পয়েন্টে জনসাধারনকে মহামারী করোনা ভাইরাস থেকে নিজেকে ও দেশকে বাঁচাতে সচেতনতা সৃষ্টির লক্ষে দিনব্যাপী মাস্ক বিতরন করা হয়েছে।
এসময় ছোট বড়, আবাল বৃদ্ধ বিভিন্ন দোকানদার , রিক্সা শ্রমিক, সিএনজি চালক সহ সাধারন মানুষের মাঝে ৪ শত পিছ মাস্ক বিতরন করা হয়।
করোনা ভাইরাস আসার পর থেকে সম্পুর্ন অরাজনৈতিক ফকিরপুর নব জাগরন একতা সংঘের উদ্যোগে জনসচেতনতা মুলক ব্যাপক কার্যক্রম পরিচালনা করেন সংঘঠনের এক দল সেচ্চাসেবী যুবক। আগামী দিনে সুন্দর সুস্থ্য জীবন গঠনে কাজ করে যাচ্ছেন তারা।
কোন প্রকার কোলাহল ছাড়া সুশৃংখল নেতৃত্বে সমাজ উন্নয়নে নানান পরিকল্পনা হাতে নিয়েছেন এ সংঘঠনটি। মাস্ক বিতরনে উপস্থিত ছিলেন ফকিরপুর নব জাগরন একতা সংঘের সভাপতি ফজলে এলাহি পিয়াল, সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন সিহাব, মাসুদ,শাওন,হৃদয়,শাকিল,তানভির,রুপক,রাকিব।
এসময় সভাপতি পিয়াল ও সাধারন সম্পাদক সিহাব জানান, আমাদের উপদেষ্টা সাংবাদিক এ আর আজাদ সোহেল ভাইয়ের দিক নির্দেশনায় ইতিমধ্যে আমরা বিনামুল্যে রক্তদান, অসহায়দের খাদ্য বিতরন, সমাজ উন্নয়নে বিপদে মানুষের পার্শে¦ দাড়ানো ,দেশ রক্ষার্থেও সমাজ বিনির্মানে মাদকের বিরুদ্ধে শোচ্চার হওয়া সহ সম্পুর্ন অরাজনৈতিক ভাবে আমারা এলাকার মানুষের জন্য কাজ করে যাচ্ছি। এ সংঘঠন সম্পুর্ন রাজনীতি মুক্ত থেকে মানুষের জন্য কাজ করে যাবে।
Leave a Reply