শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩, ০৮:০৪ অপরাহ্ন
সালাহ উদ্দিন সুমন: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নোয়াখালীতে বিভিন্ন কর্মসুচি পালন করা হয়েছে।সকাল সাড়ে ৯টায় জেলা আওয়ামীলীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নোয়াখালী জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপির ফুল দিয়ে শ্রদ্বা জানান।
এরপর উপজেলা আওয়ামীলীগের পক্ষে সভাপতি এড. শিহাব উদ্দিন শাহিনও সাধারন সম্পাদক আতাউর রহমান নাছির, শহর আওয়ামীলীগের পক্ষে সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, জেলা যুবলীগের পক্ষে আহবায়ক বাবু ইমন ভট্ট ও যুগ্ন আহবায়ক একরামুল হক বিপ্লব।
এছাড়াও নোয়াখালী জেলা প্রশাসকের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় অভিমুখে মুজিব চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্বা জানান জেলা প্রশাসক মোহাম্মদ খুরশীদ আলম খান। এসময় উপস্থিত ছিলেন একরামুল করিম চৌধুরী এমপি, পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন।
এদিকে সকাল সাড়ে ৯টায় নোয়াখালী পৌর সভার উদ্যোগে পৌর ভবনের বঙ্গবন্ধু চত্তরে বঙ্গবন্ধুর প্রতিচ্ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নোয়াখালী শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শহিদ উল্যাহ খান সোহেল।সদর উপজেলার পক্ষ থেকে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো: জাকরিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর আলম ছিদ্দিকী রাজু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন।
পরে জেলা শিল্পকলা একাডেমিতে এক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক মোহাম্মদ খুরশীদ আলম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে নোয়াখালী পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন,জেলা পরিষদের নির্বাহী ড.মাহে আলম বক্তব্য রাখেন।
Leave a Reply