রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩, ০৯:০১ অপরাহ্ন
বেগমগঞ্জ প্রতিনিধি: জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীতে নোয়াখালীর বেগমগঞ্জে বঙ্গবন্ধুর প্রতিকৃতি উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে চৌমুহনী পৌরসভার সামনে বিশাল প্রতিকৃতির উদ্বোধন করেন পৌর মেয়র আক্তার হোসেন ফয়সল ।
এ সময় উপজেলা চেয়ারম্যান ওমর ফারুক বাদশা, নির্বাহী অফিসার শামছুন নাহার, ভাইস চেয়ারম্যান নুর হোসেন মাসুদ, চৌমুহনী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিক টিপু সহ অনেকে উদ্বোধনের পর মেয়রসহ দলীয় নেতাকর্মীরা প্রতিকৃতিতে ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান।
এ সময় পৌর মেয়র আক্তার হোসেন ফয়সল বলেন, নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধু ও মহান স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরার জন্যই এই প্রতিকৃতি স্থাপন করা হয়।
Leave a Reply