রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০১:৫২ পূর্বাহ্ন
সুবর্ণচর প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক, স্বাধিন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগষ্ট) সকালে বঙ্গবন্ধুর স্মৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুরু হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি ও সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম সেলিম।
সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল হাসান ইভেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাহেদ উদ্দিন, সুবর্ণচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ উদ্দিন বাহার।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার আরিফুর রহমান, সুবর্ণচর উপজেলা প্রকল্প কর্মকর্তা ইকবাল হাসান, জেলা আওয়ামীলীগের সদস্য ডা. আব্দুর রবসহ সুবর্ণচর উপজেলার ,সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক, মুক্তিযোদ্ধাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অন্যদিকে জাতির পিতার ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের শতাধিক আলেমের অংশগ্রহণে কুরআন খতমের আয়োজন করা হয়।
Leave a Reply