শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৩:৪৩ পূর্বাহ্ন
প্রতিবেদক: ছোট ফেনী নদীতে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া ৩ পর্যটকের মৃতদেহ পৃথক পৃথক সময়ে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
রোববার সকাল ৭টার দিকে ঘটনার ২২ ঘন্টা পরে ওমান প্রবাসী মো.আনোয়ার হোসেন (৩৬)’র মরদেহ উদ্ধার করে ডুবুরি দল। সে ফেনী জেলার দাগনভূঞা উপজেলার ৫নং ইয়াকুবপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দেবরামপুর গ্রামের মো.সাহাব উদ্দিন’র ছেলে। তার দুই ঘন্টা পর মেহেদিহাসান নামে একই এলাকার আরেকজনেরলাশ উদ্ধারকরা হয়।
এর আগে, ঘটনা ৭ ঘন্টা পর গত শনিবার বিকেল ৫টার দিকে নজরুল ইসলাম স্বপন (৩৫) নামে আরও এক যুবকের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সে ফেনী জেলার দাগনভূঞা উপজেলার ৫নং ইয়াকুবপুর ইউনিয়নের দেবরামপুর গ্রামের মৃত জয়নাল আবেদীন’র ছেলে।
কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জামিন মিয়া এ তথ্য নিশ্চিত করেন।
তিনি আরও জানান, অভিযান চালিয়েছে ৩ পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজকে দ্বিতীয় দিনের মত উদ্ধার কার্যক্রম পরওচালনা করে সকলের মরদেহ উদ্ধার করা হয়েছ। এখন অভিযান শেষ করা হয়েছে।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল হক মীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। দুপুরের দিকে তিনি ঘটনাস্থল পরিদর্শন শেষে ওই স্থানে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকল জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে।
Leave a Reply