শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩, ০৩:৫৫ অপরাহ্ন
প্রতিবেদক: নোয়াখালীর সদর উপজেলার ১নং চরমটুয়া ইউনিয়নের উদয় সাদুর হাট বাজার ব্যবসায়ী আবু তাহের (৬২) এর উপর হামলা ও দোকান লুটপাটের ঘটনায় মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় ব্যবসায়ী সমিতি।
সোমবার বিকেল ৬ টায় উদয় সাধুর হাট বাজারের প্রধান সড়কে ঘন্টাব্যাপি মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন আল মদিনা শপিং সেন্টারের প্রোপাইটর আহত আবু তাহের, ব্যবসায়ী মোঃ সোহেল, ব্যবসায়ী কাজী মহিব উল্যাহ ও ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ জাকের হোসেন।
মানব বন্ধনে বক্তারা বলেন, গত ১৫ আগষ্ট সকাল ১০টায় কাজী মেজবাহ উদ্দিন হাসান, শাহিন কাজী, ফখরুল ইসলাম, জিসান, রবিন ,অভি, আকবর হোসেন, দেলোয়ার হোসেন সহ ২০/২৫ জন সন্ত্রাসী উদয় সাধুর হাট বাজারের কাপড়ের গলি উত্তরপাড় আল মদিনা শপিং সেন্টারে হামলা ভাঙচুর ও লুটপাট চালায়।
এসময় সন্ত্রাসীরা দোকানের ক্যাশ ভেঙ্গে নগদ ৪ লক্ষ টাকা , মোবাইল, শাড়িকাপড় ও মুল্যবান কাগজপত্র সহ প্রায় ৬ লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। ঐ সময় তাদের বাধা দিলে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দোকানের মালিক আবু তাহেরকে রক্তাক্ত জখম করে। তারা আরো জানান, কাজী মেজবাহ উদ্দিন হাসান, শাহিন কাজী কুক্ষাত সন্ত্রাসী ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামী। তাদের অত্যাচারে এ অঞ্চলের লোক অতিষ্ট।
তাদের কাজ হলো এলাকায় চাঁদাবাজি, জোরপুর্বক অন্যের জমি দখল, নিরিহ মানুষদের বিভিন্ন প্রলোভনে তাদের সর্বশান্ত করা। এ বিষয়ে ব্যবসায়ীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্থানীয় সংসদ সদস্য একরামুল করীম চৌধুরী, উপজেলা চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান সহ প্রশাসনের সুষ্ঠ তদন্ত ও বিচার দাবী করেন। এ ঘটনায় ব্যবসায়ী আবু তাহের বাদী হয়ে সুধারাম মডেল থানায় একটি মামলা করেন। মামলানং ২৯, তারিখ ১৫/৮/২০২০ইং।
এ বিষয়ে সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ নবীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, থানায় একটি মামলা হয়েছে। আসামীকে গ্রেফতার করার চেষ্টা অভ্যাহত আছে। আসামীরা বর্তমানে পলাতক রয়েছে।
স্থানীয় ইউপি চেয়ানরম্যান কামাল উদ্দিন বাবলু জানান, হামলার বিষয়টি আমাকে আল মদিনা শপিং সেন্টারের মালিক জানিয়েছেন, আমি তাদেরকে মামলা করার পরামর্শ দিয়েছি। পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবে।
Leave a Reply