বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১০:১৪ পূর্বাহ্ন
প্রতিবেদক: নোয়াখালীতে করোনায় আক্রান্ত হয়ে ফিরোজ উদ্দিন (৭০) নামে এক প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার রাতে হলি ফ্যামেলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৫০ জন। মঙ্গলবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন মাসুম ইফতেখার।
বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসীম কুমার দাস জানান, গত ১৩ আগস্ট শিক্ষক ফিরোজ উদ্দিনের শরীরে করোনা শনাক্ত হয়। এরপর থেকে তিনি ঢাকার হলি ফ্যামেলি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
সিভিল সার্জন মাসুম ইফতেখার জানান, গত ২৪ ঘন্টায় জেলা সদরের ১৯, সুবর্ণচরের দুই, বেগমগঞ্জের সাত, সোনাইমুড়ীর তিন, চাটখিলের দুই, সেনবাগের পাঁচ, কবিরহাটের আট ও কোম্পানীগঞ্জ উপজেলার চারজনসহ জেলায় ৫০ জন করোনা শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০১৭ জনে। যার মধ্যে সুস্থ হয়েছেন ২৭১০ জন ও মৃত্যু হয়েছে ৭৫ জনের।
Leave a Reply