বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০৬:৪৭ পূর্বাহ্ন
দক্ষিণ চট্টগ্রাম থেকে দেলোয়ার হোসেন রশিদী: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়ায় পাগলা কুকুরের কামড়ে ৩দিনে মোট ১৩ ব্যক্তিকে কামড় দিয়ে আহত করেছে বলে সংবাদ পাওয়া গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন পদুয়া ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জহির উদ্দিন।
আহতরা হল উপজেলার পদুয়া ইউনিয়নের বাগমুয়া এলাকায় শাহজাহানের পুত্র মুবিন (৫),রাবেয়া খাতুন (৬০),আনোয়ার হোছনের ৮ বছরের কন্যা এবং ইদ্রিস মেম্বারের ৫৫ বছরের স্ত্রী। বাকিদের নাম এখনো শনাক্ত করা যায়নি।তাছাড়া পদুয়া ছগিরা পাড়ার জকরিয়ার পুত্র মোর্শেদুল আলম (১৬),ওসমান গণির স্ত্রী জন্নাতুল ফেরদৌস (২৯),মোঃ সজীবের কন্যা তাহমিনা সুলতানা(৭), ছালেহ আহমদ (৬০),নুরুল ইসলাম ভোলার স্ত্রী ছাবেরা খাতুন (৬০),আহমদুর রহমানের পুত্র অছিয়র রহমান (৫৫),আশরাফ আলীর কন্যা সেলিনা আক্তার (৩৭) ও মোজাম্মেলের স্ত্রী (৩৫)এবং আবদুল মোতালেবের পুত্র সাদেক উদ্দীন (২৭) বলে জানা গেছে।
Leave a Reply