মঙ্গলবার, ০৯ অগাস্ট ২০২২, ০৪:২৯ পূর্বাহ্ন
সালাহ উদ্দিন সুমন :নোয়াখালীতে করোনা রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত ১২০ শয্যার কেন্দ্রিয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থার কোবিড হাসপাতাল চালু করা হয়েছে।
জেলা শহরের শহীদ ভুলু স্টেডিয়ামের প্রথম ও দ্বিতীয় তলায় বিশেষায়িত এ হাসপাতাল স্থাপন করা হয়।
বুধবার দুপুরে হাসপাতালটির উদ্বোধন করেন নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক খোরশেদ আলম খান, পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন, সিভিল সার্জন মাসুম ইফতেখার,শহর আওয়ামীলীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু প্রমূখ।
হাসপাতালটিতে কেন্দ্রিয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থার পাশাপাশি রয়েছে দুটি ভেন্টিলেটর, তিনটি হাইপ্লো নেজাল ক্যানোলা সম্বলিত ৮ শয্যার একটি হাই কেয়ার ইউনিট। বিশেষায়িত এ হাসপাতাল স্থাপনের ফলে এখন থেকে কোবিড রোগীদের নোয়াখালীতেই উন্নত চিকিৎসা সেবা প্রদান করা যাবে।
Leave a Reply