বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৬:২২ পূর্বাহ্ন
নোয়াখালী প্রতিনিধিঃ পুর্ব শত্রুতার জের ধরে নোয়াখালী সদর উপজেলার ২০ নং আন্ডারচর ইউপির পুর্ব মাইছচরা গ্রামে বুধবার সন্ধা রাতে বিষ প্রয়োগে ছকিদার হাট বাজারের সেক্রেটারী বেলাল মাঝির প্রজেক্টের মাছ নিধন করেছে স্থানীয় দূর্বৃত্তরা। এসময় ১০ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে অভিযোগ করেছেন ছকিদার হাট বাজারের সেক্রেটারী ও ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি মোঃ বেলাল মাঝি।
সরজমিনে ঘটনাস্থলে গেলে স্থানীয় এলাকার আবুছায়েদ, মোঃ রিয়াদ , মাইন উদ্দিন ও বেলালের মেয়ে সুরমা জানান, বুধবার সন্ধা রাতে বেলাল মাঝির ৫ একরের বিশাল প্রজেক্টে প্রতিবেশী দূবৃত্তরা বিষ ঢেলে প্রায় ১০ লক্ষ টাকার মাছ মেরে ফেলে। তবে ঘটনার পুর্বে সেখানে তারা স্থানীয় নিজাম মাঝি, শাহাজাহান ব্যাপারী, তার ছেলে রিপন, আমিনুল হক, ফিরোজ, বেলাল, সোলেমান, লিটন, নিজামের ভাই কবির, রিয়াদ সহ ২০/২৫ কে ঐ স্থানে ঘুরা ফিরা করতে দেখেছে।
তারা আরো জানান নিজামের কীটনাশকের দোকান থেকে তারা বিষ এনে প্রজেক্টে ঢেলে মাছ মেরে ফেলেছে। স্থানীয় হোরন মেম্বার হত্যার ঘটনা ধামাচাপা দেয়ার জন্য হারুন মোল্লার ঘর পোড়ার মামলার আসামী বানিয়ে তাদের ঘর ছাড়া করে এ মাছ নিধনের ঘটনা ঘটায়। এটি সম্পুর্ন পরিকল্পিত ঘটনা। আমরা এমপি মহোদ্বয় , উপজেলা চেয়ারম্যান ও প্রশাসনের কাছে সুষ্ঠ তদন্ত করে বিচার প্রার্থনা করছি।
এ বিষয়ে বেলাল মাঝি জানান, আমি দীর্ঘ ১২ বছর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ছিলাম ও ছকিদার হাট বাজারের সেক্রেটারীর দায়িত্বে আছি কোন চাঁদাবাজকে প্রশ্রয় দিইনি। এতে করে আমার অনেক শত্রু সৃষ্টি হয়েছে। মরহুম হোরন মেম্বার আমার জেঠাতো ভাই তাকে গুলি করার পর চিকিৎসার জন্য আমি তাকে ঢাকা নিয়ে যাই।
মৃত্যুর আগে তাকে যারা গুলি করেছে তাদের নাম আমাকে বলে গেছে। আমি হত্যাকারীদের নাম গুলো প্রকাশ করাতে স্থানীয় হারুন মোল্লার বাড়িতে আগুন লাগিয়ে আমাকে মিথ্যা মামলার আসামী করে বাড়ি ঘর ছাড়া করে আমার প্রজেক্টে বিষ ঢেলে মাছ মেরে ফেলেছে। অথচ রহত্যা মামলার আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আর বিএনপির মিথ্যা মামলায় আমরা আওয়ামীলীগ পরিবার ঘর ছাড়া বাড়ি ঘর ছাড়া। এ ঘটনায় অপরাধিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
Leave a Reply