মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৩, ১১:২২ অপরাহ্ন
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরের চর কালকিনির মতিরহাট এলাকায় পানিবন্দি পরিবারে তরকারির পাতিল থেকে বিষধর সাপের কামড়ে সমিরুন নেছা ( ৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (২১আগস্ট) সকালে চিকিৎসা না পেয়ে মারা যান তিনি। মারা যাওয়া গৃহবধূ ওই এলাকার আবদুল কাদেরের (৪৩) এর স্ত্রী।
স্থানীয়রা জানায়, অস্বাভাবিকভাবে মেঘনার জোয়ারে পানিবন্দি হয়ে পড়ছিলো ওই এলাকার বাসিন্দারা। জোয়ারের পানির সঙ্গে ভেসে আসা সাপ ঘরে ঢুকে পড়ে এবং একপর্যায়ে রান্না করা তরকারির পাতিলে আটকা পড়ে যায়। রাতে সন্তাদের নিয়ে খেতে গিয়ে তরকারি পরিবেশন করার সময় পাতিল থেকে বেরিয়ে ছোবল মারে বিষধর সাপটি৷
জোয়ারের পানিতে সড়ক ভেঙে যাওয়ায় তাৎক্ষণিকভাবে গৃহবধূকে হাসপাতালে নেয়া সম্ভব না হলেও চিকিৎসা দেয়া হয় স্থানীয় এক কবিরাজের। এতে গৃহবধূর এতে দেহে সংক্রমন ঘটে বিষক্রিয়ার। পরদিন সকাল ৯টায় মারা যান ওই গৃহবধূ।
Leave a Reply