শুক্রবার, ০২ জুন ২০২৩, ০৭:৩৯ পূর্বাহ্ন

নোয়াখালীতে করোনায় স্কুল শিক্ষকসহ দুইজনের মৃত্যু

প্রতিবেদক: নোয়াখালীতে করোনায় অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষক ও এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এর মধ্যে সোমবার বেলা ১১টায় ঢাকা মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষকের ও রবিবার বিকেলে নিজ বাড়িতে ওেই গৃহবধুর মৃত্যু হয়। এ নিয়ে জেলায় করোনায় ৭৯ জনের মৃত্যু হয়েছে।

এদিকে গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন মাসুম ইফতেখার।

কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ফোকাল পার্সন সঞ্জয় কুমার নাথ জানান, গত ৩০ জুলাই সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের দেবীসিংহপুর গ্রামের বাসিন্দা ও মমিন উল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক রেজাউল হক মানিক (৬৫) কবিরহাট হাসপাতালে এসে নমুনা দিয়ে যান। পরে ১আগস্ট তার শরীরের করোনা শনাক্ত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে জেলার সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ফোকাল পার্সন বিবেক দেব জানান, গত ১৭আগস্ট সোনাইমুড়ীর আমিশাপাড়া ইউনিয়নের বাসিন্দা রোকেয়া বেগম (৫৫) করোনায় আক্রান্ত হন। তারপর থেকে তিনি হোম আইসোলেশনে ছিলেন। রবিবার বিকেলে নিজ বাড়িতিই তার মৃত্যু হয়।

জেলা সিভিল সার্জন জানান, গত ২৪ ঘন্টায় সদরের ২০, সুবর্ণচরের এক, বেগমগঞ্জের ১১, সেনবাগের তিন, কবিরহাটের চার ও কোম্পানীগঞ্জের আটজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২৭৮ জনে। যার মধ্যে সুস্থ হয়েছেন ২৮৬১ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© All rights reserved © 2017 nktelevision
Design & Developed BY Shera Web