শনিবার, ১০ জুন ২০২৩, ০৯:১৪ অপরাহ্ন
প্রতিবেদক: নোয়াখালী হাতিয়া নিঝুম দ্বীপে বেড়িবাঁধ না থাকায় মেঘনা নদীর জোয়ারের নিঝুম দ্বীপ ইউনিয়ন মানুষের বাড়ি ঘরে পানি উঠে যাওয়ায় মানবেতর জীবন যাপন করছেন তারা। এদিকে ক্ষতিগ্রস্তদের জন্য সরকারি সাহায্য আসার পূর্বেই নিঝুম দ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান মেহরাজ উদ্দিন নিজ উদ্যোগে জোয়ারে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের মাঝে শুকনো খাবার বিতরণ করেছেন।
বুধবার ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন স্থানে তিনি এই খাবার বিতরণ করেন। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিঝুম দ্বীপ ইউপি চেয়ারম্যান মেহরাজ উদ্দিন জানান, বেড়িবাঁধ না থাকায় অল্প বৃষ্টি আর সামান্য জোয়ারের মানুষের ঘরের চালের উপর উঠে যায় পানি। মানুষ নিধারুণ দুর্ভোগের মধ্যে দিনাতিপাত করছে। এখানে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। ভেসে গেছে মানুষের মাছের ঘের, পুকুর, গবাদি ও গৃহ পালিত পশু।
এসব মানুষকে রক্ষা করতে হলে দ্রুত ইউনিয়নের চারপাশে বেড়িবাঁধ নির্মাণ করতে হবে। তিনি আরও জানান, জোয়ারে পানির কারণে নিঝুম দ্বীপের হরিণগুলোর জীবনও বিপন্ন হয়ে পড়েছে। হরিণ রক্ষায়ও দ্রুত পদক্ষেপ নেয়া দরকার।
Leave a Reply