বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৪:২১ অপরাহ্ন
সালাহ উদ্দিন সুমন: হাতিয়ার সুখচর,নলচিরা ও চরঈশ্বর ইউনিয়নের অতিরিক্ত জোয়ারের কবলে বেড়িবাঁধ ছিড়ে যাওয়া প্লাবিত এলাকার বেড়িবাঁধ পরিদর্শন ও পুনরায় বেড়িবাঁধ নির্মাণ,নদীভাঙ্গা মানুষের কষ্ট-দুরদর্শা এবং ফসলের ক্ষয়-ক্ষতির খোঁজখবর নিতে আফাজিয়া বাজার এলাকায় মঙ্গলবার বিকেলে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,হাতিয়ার উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী । এ সময় তিনি জরুরী ভিত্তিক নতুন সাড়ে ৭ কিঃমিঃ বেড়ি বাঁধ নির্মাণ, ঘাটের পাশে জিও ব্যাগের জন্য ৫০ লক্ষ টাকা ও বাঁধ সংস্কার কাজে জন্য মোট সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেন, ঠিকাদার নিযুক্ত করে আগামী ১৫ দিনের মধ্যে কাজ শুরুর নির্দেশ করেন এবং নিজস্ব অর্থায়নে বিভিন্ন রাস্তা মেরামতের জন্য নগদ অর্থ প্রদান করেন।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন হাতিয়া উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মহি উদ্দিন চেয়ারম্যান, সেচ্ছা সেবক লীগের সভাপতি মহি উদ্দিন প্রমূখ নেতৃবৃন্দ।
Leave a Reply