শুক্রবার, ০২ জুন ২০২৩, ০৮:৪২ পূর্বাহ্ন
প্রতিবেদক: পাঁচটি আসনের উপনির্বাচনে প্রার্থী দেবে জাতীয় পার্টি, জানালেন দলটির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। বৃহস্পতিবার দুপুরে, বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান তিনি।
তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে জাতীয় পার্টি। ভোটের মাঠে শেষ পর্যন্ত থাকতে প্রার্থীদের নির্দেশও দেন তিনি। এ সময় দলের সংস্কার কাজ চলছে বলেও জানান মহাসচিব।
নির্বাচন কমিশন থেকে রাজনৈতিক দল নিবন্ধন আইনের খসড়া অনুমোদনের বিষয়ে প্রশ্ন করা হলে জিয়াউদ্দিন বাবলু বলেন, খসড়ায় কী আছে তা দেখে সিদ্ধান্ত নেয়া হবে। জনবিরোধী ও রাজনৈতিক দলের অধিকার সংকুচিত করে এমন আইনের অবশ্যই বিরোধীতা করা হবে বলেও জানান সংসদে বিরোধী দল জাতীয় পার্টির এই নেতা।
Leave a Reply