শুক্রবার, ০২ জুন ২০২৩, ১১:০২ পূর্বাহ্ন
প্রতিবেদক: ম্যানচেস্টার ইউনাইটেডের ফরাসি মিডফিল্ডার পল পগবা করোনা আক্রান্ত হয়েছেন। ফ্রান্সের হেড কোচ দিদিয়ের দেশম এই তথ্য নিশ্চিত করেছেন।
ম্যানচেস্টার ইউনাইটেডের ২৭ বছর বয়সী এই তারকা মিডফিল্ডার এখন ১৪ দিনের সেলফ-আইসোলেশনে থাকবেন। ফ্রান্স জাতীয় দলের জন্য এটা বড় এক ধাক্কা।
শনিবার ন্যাশনস লিগের বিশ্বচ্যাম্পিয়নদের ম্যাচ রয়েছে সুইডেনের বিপক্ষে। তার তিনদিন পর লেস ব্লুসরা নামবে ক্রোয়েশিয়ার বিপক্ষে। দুটো ম্যাচই মিস করবেন পগবা।
তবে প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রথম ম্যাচের আগেই সেরে ওঠার সম্ভাবনা রয়েছে এই মিডফিল্ডারের। ১৯ সেপ্টেম্বর ওল্ড ট্রাফোর্ডে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে লিগ ওপেনারে নামবে ইউনাইটেড।
১৪ দিনের মধ্যে সুস্থ হয়ে উঠতে পারলে ওই ম্যাচের আগে করোনা পরীক্ষা করা হবে পগবার। আর পরীক্ষায় নেগেটিভ এলেই দলের সঙ্গে যোগ দিতে পারবেন।
Leave a Reply