বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০৭:০৭ পূর্বাহ্ন
সোনাইমুড়ী প্রতিনিধিঃ নোয়াখালীর সোনাইমুড়ীতে বৃহস্পতিবার দুপুরে এক সিএনজি চালকের লাশ উদ্ধার করে থানা পুলিশ।
পুলিশ জানিয়েছেন, বিগত ২৪ আগষ্ট সন্ধ্যায় সিএনজি চালক খোরশেদ আলম (৩৫) বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি।
পরে পরিবারের লোকজন অনেক খোজাখুজি করে। বৃহস্পতিবার দুপুরে পোরকরা গ্রামের ফসলের মাঠের পানিতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানা পুলিশে খবর দেয়।
সোনাইমুড়ী থানার এসআই শাহআলম সঙ্গীয়ফোর্স নিয়ে লাশটি উদ্ধার করে প্রাথমিক সুরতহাল রির্পোট তৈরি করে থানায় নিয়ে এলে নিহতের পরিবারের লোকজন এসে লাশটি সনাক্ত করে। নিহত সিএনজি চালক উপজেলার চাষিরহাট ইউনিয়নের জাহানাবাদ গ্রামের মৃত ফরিদ মিয়ার পুত্র।
ওসি গিয়াস উদ্দিন জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে লাশের শরীরে কোন আঘাতে চিহ্ন পাওয়া যায়নি।
Leave a Reply