সোমবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৩, ১২:৫১ অপরাহ্ন
প্রতিবেদক:দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৭ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে ২ হাজার ২১১ জন।শুক্রবার দেশের করোনা পরিস্থিতি নিয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নতুন ৪৭ জনের মৃত্যুর ফলে দেশে মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ১৭৪ জনে। নতুন ২ হাজার ২১১ জনসহ মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৬ হাজার ৭৯৪ জন।
সারা দেশে ৮৪টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৭৪১টি। এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৭৮ জন। আর মোট সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ লাখ ৯৬ হাজার ৮৩৬ জন।
দেশে গত ৮ মার্চ প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় বিশ্বের ৬ হাজার ৫৭ জনের প্রাণ কেড়েছে করোনা। এ নিয়ে প্রাণহানি ৮ লাখ ৩৬ হাজার ১১২ জনে ঠেকেছে। নতুন করে ২ লাখ ৭৩ হাজার ৩১৪ জন মানুষ করোনাক্রান্ত হয়েছেন। এতে করে সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৪৬ লাখ ৫৪ হাজার ৮৮৬ জনে দাঁড়িয়েছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় বেঁচে ফিরেছেন ২ লাখ ১৮ হাজারের অধিক ভুক্তভোগী। আর সুস্থতা লাভ করেছেন ১ কোটি ৭১ লাখ ১৩ হাজারের বেশি রোগী।
Leave a Reply