মঙ্গলবার, ০৯ অগাস্ট ২০২২, ০৪:২২ পূর্বাহ্ন
প্রতিবেদক: নোয়াখালী কবিরহাট উপজেলার ৬নং ধানশালিক ইউনিয়নের মধ্য দিয়ে যাওয়া নোয়াখালী খালের মুখে থাকা বাঁধ ভেঙ্গে বর্তমানে নদী ভাঙ্গনে রূপান্তরিত হওয়া খালের দু পাশে প্রায় পাঁচ শতাধিক পরিবার এখন নদীগর্বে ক্ষতিগ্রস্ত। উক্ত এলকা পরিদর্শন ও পরিবারের লোকজনকে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে কবিরহাট উপজেলার সফল চেয়ারম্যান কামরুন নাহার শিউলী একরাম।
রবিবার দুপুরে উক্ত ইউনিয়নে সরজমিনে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর খোঁজখবর নিয়ে তাদেরকে পুনর্বাসনের ব্যাবস্থা করার আস্বাস দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, কবিরহাট উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর রাশেদুজ্জামান রাশেদ, কবিরহাট থানার ওসি মির্জা মোহাম্মদ হাসান, ধানশালিক ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কামরুজ্জামান কামাল, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান ইয়াকুব নবী, উপজেলা ছাত্রলীগ সভাপতি জহিরুল ইসলাম রিয়াদ, ধানশালিক ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক কবির আজাদসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নের্তৃবৃন্দ।
Leave a Reply