প্রতিবেদক: ফেনী জেলায় সোমবার নতুন করে ১০ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৬শ ৮০ জন। সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন দিগন্ত এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, সোমবার নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের ল্যাবে ৬৬ জনের নমুনা পরীক্ষায় ১০ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। নতুন আক্রান্ত ১০ জনের মধ্যে সদর উপজেলায় ৪ জন, দাগনভূঞায় ২ জন, ছাগলনাইয়ায় ২ জন, ফুলগাজীতে ২ জন।
নতুন করে সুস্থ্য ২৬ জনসহ মোট সুস্থ্য হয়েছে ১ হাজার ৪শ ১২ জন। সূত্র আরো জানায়, জেলায় এ পর্যন্ত সিভিল সার্জন ডা, সাজ্জাদ হোসেন সহ ৩৭ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে সদরে ১০ জন, দাগনভূঞায় ৮ জন, সোনাগাজীতে ১১ জন, ছাগলনাইয়ায় ৫ জন ও ৩ জন পরশুরাম উপজেলার বাসিন্দা।
স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, শনিবার পর্যন্ত ৮ হাজার ৫শ ৪ জনের নমুনা সংগ্রহ করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি), চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে ৮ হাজার ২শ ৭১ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭ জন। ২৭ জনকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে। গত ২৪ ঘন্টায় টেলিমেডিসিন সেবা পেয়েছেন ৭৫ জন। মোট টেলিমেডিসিন সেবা পেয়েছেন ৪১ হাজার ৩শ ৬ জন।
Leave a Reply