বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৬:৫০ পূর্বাহ্ন
প্রতিবেদক: সন্ত্রাসী হামলায় আহত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমকে ঢাকায় আনা হয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রংপুর ক্যান্টনমেন্ট থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে।
এর আগে বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে দিনাজপুরের ঘোড়াঘাটের সরকারি বাসভবনে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী। ওয়াহিদা খানমকে কুপিয়ে জখম করা হয়েছে। বৃহস্পতিবার (৩ স্পেটেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।
তিনি জানান, রাতে ভেন্টিলেটর ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে কে বা কারা। পরে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীকে গুরুতর আহত করার পর পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে। অবস্থার অবনতি দেখে তাদেরকে রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।পুলিশের ধারণা পূর্ব শত্রুতার জেরে এ হামলা হতে পারে। তবে দোষীকে খোঁজা হচ্ছে।
Leave a Reply