বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০৩:১৩ অপরাহ্ন
ফেনী প্রতিনিধি: ফেনীর দাগনভূঞা উপজেলায় সড়ক দুর্ঘটনায় ইউনুস (৩৫) নামে এক মোটরসাইকেলারোহী নিহত হয়েছেন। তিনি এনজিও সংস্থা কোস্ট ট্রাস্টের ফেনী সদর উপজেলার দায়িত্বে ছিলেন।
নিহত ইউনুস চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম আলোনিয়া গ্রামের মৃত আবু সুফিয়ানের ছেলে।
বৃহস্পতিবার রাতে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বেকেরবাজার এলাকায় এ দুঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউনুস ফেনী থেকে লক্ষ্মীপুর বাসায় ফেরার পথে রাত ৯টার দিকে দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের বেকেরবাজার ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে ওপর একটি মোটরসাইকেলকে অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।
দাগনভূঞাঁ থানার পরিদর্শক আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply