April 20, 2021, 12:33 pm
সোনাইমুড়ী প্রতিনিধিঃ নোয়াখালী সেনবাগ উপজেলার ছাতাপাইয়া পূর্ব বাজারে আগুনে পুড়ে ছাঁই প্রায় ১৫ টি দোকান। প্রায় ২ ঘন্টার প্রচেষ্টায় ফায়ারসার্ভিসের ৩ টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি ঘটে রবিবার দুপুর আনুমানিক ২ টায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সবাই যখন উত্তপ্ত দুপুরে খাওয়া দাওয়ায় ব্যস্ত তখনই ঠিক দুপুর আনুমানিক ২ টায় ছাতার পাইয়া পূর্ব বাজারের লন্ড্রি ( আয়রন মেশিন) দোকান থেকে আগুন লাগতে দেখে চিৎকার দিলে চারপাশ থেকে সবাই এসে পানি দিয়ে প্রাথমিক ভাবে আগুন নিভানোর চেষ্টা করে। পরে আগুনের লীলা চারপাশে ছড়িয়ে পড়লে দ্রুত আশেপাশের বাকি দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এর মধ্যে ছিলো মোবাইল দোকান, মুদি দোকান, কাপড় দোকান, বেকারি দোকান, ঔষধের দোকানসহ ১৫ টি দোকান।
সর্বস্ব হারিয়ে পথে বসা মানুষ গুলোর আর্তনাদ আর অশ্রু জলে মন ভিজলেও ভিজেনি ধ্বংসাত্ব আগুনের লীলা। পরে ফায়ারসার্ভিসের ৩টি ইউনিট সোনাইমুড়ী ইউনিট,বেগমগঞ্জ ইউনিট ও সেনবাগ ইউনিটের প্রায় দু-ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী রহমতুল্লাহ জানান, ফায়ারসার্ভিসকে বার বার ফোন দেওয়ার পরেও দেরি করে আসাতে আগুন আরও ছড়িয়ে পড়েছে। সময়মত ফায়ারসার্ভিস ঘটনাস্থলে আসলে হয়তো ক্ষতির পরিমান কিছুটা কম হতো।
Leave a Reply