শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৪:১৮ পূর্বাহ্ন
ফেনী প্রতিনিধি :ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আজিজ আহমদ চৌধুরী (গোলাপ মিয়া) মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার দিবাগত রাত সোয়া দুইটায় ফেনী ডায়াবেটিস হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮১ বছর।
তিনি প্রথমবার ফেনী জেলা পরিষদের প্রশাসক এবং দ্বিতীয়বার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
আজিজ আহমদ চৌধুরী ২০১২ সাল পর্যন্ত প্রায় ১৩ বছর ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন ১৯৭৩ সাল থেকে টানা ২৫ বছর।
প্রয়াত বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও লেখক মেজর জেনারেল আমিন আহমেদ চৌধুরী তাঁর ভাই।
Leave a Reply