শুক্রবার, ০২ জুন ২০২৩, ০৮:৫০ পূর্বাহ্ন
প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে বাজার মসজিদের পাশে চিত্রনায়িকা মুনমুনের নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর চলচ্চিত্র সংশ্লিষ্টরাও ক্ষোভ প্রকাশ করেছেন। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে আলোচনার কোনো কমতি নেই।
এ বিষয়ে চিত্রনায়িকা মুনমুন বলেন, আমি নৌকা ভ্রমণে গিয়েছিলাম টাঙ্গাইলের সখীপুরে। এলাকার গণমান্য ব্যক্তিবর্গদের দাওয়াতে গিয়েছিলাম। এরপর মসজিদের সাইনবোর্ড দেয়া স্থানে সকলে মিলিত হয়। আমি দেখেছি ওই যায়গাটি পরিতাক্ত এবং এলকাটি নদীগর্ভে তলিয়ে গেছে। সেই স্থানে মসজিদ রয়েছে নাকি মন্দির রয়েছে আমার জানার কথা নয়, যেহেতু আমি অতিথি। আমার সাথে সেখানে উপস্থিত ছিলেন সখীপুরের চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। তাহলে তারা তো কোন বাধা নিষেধ করেন নি।
তিনি আরও বলেন, আমাকে যারা দাওয়াত দিয়ে নিয়ে গেছেন তারা রিকুয়েষ্ট করার পর আমি অল্প একটু সময় নেচেছি। আমি একজন জনপ্রিয় নায়িকা। আমি জেনে শুনে তো আর মসজিদের মত পাবিত্র স্থানে নাচবো না। এই ভিডিও নিয়ে যারা মাতামাতি করছেন তাদেরকে বলবো এসব বন্ধ করুন।
Leave a Reply