বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০৬:৫৯ পূর্বাহ্ন
প্রতিবেদক: নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুকুরে ডুবে লামিয়া আক্তার নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার চরহাজারী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দেওয়ান আলী পাটোয়ারী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।নিহত শিশু লামিয়া আক্তার চরপাবর্তী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের রিপন উদ্দিনের মেয়ে।
স্থানীয়রা জানায়, কয়েকদিন আগে চরপাবর্তী থেকে মায়ের সঙ্গে চরহাজারী নানাবাড়িতে বেড়াতে আসেন দেড় বছরের শিশু লামিয়া আক্তার। সকালে অন্য শিশুদের সঙ্গে খেলছিল লামিয়া।
কোন একসময় পরিবারের লোকজনের অজান্তে বাড়ির পুকুরে পড়ে যায় শিশুটি। পরে পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোজাখুঁজি করে। এক পর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় লামিয়াকে দেখতে পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন।
Leave a Reply