শনিবার, ১০ জুন ২০২৩, ০৯:০০ অপরাহ্ন
প্রতিবেদক: নোয়াখালীর সদর উপজেলায় ৩১ দিন বয়সী এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে উপজেলার এওজবালিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চর শুল্লুকিয়া গ্রামের জহুরুল হকের বাড়ির একটি ডোবা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে বৃহস্পতিবার ভোরের দিকে একই বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত জান্নাতুল ফেরদৌস এহজবালিয়া ইউনিয়নের জহুরুল হক’র বাড়ির আবদুর রহমান’ মেয়ে।এওজবালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুজ জাহের জানান, নিহত শিশু জন্মের পর থেকে অসুস্থ ছিলেন। বুধবার দিবাগত রাতে নিহতের মা সন্তানকে সঙ্গে নিয়ে ঘুমিয়ে ছিলেন।
হঠাৎ ভোরের দিকে ঘুম ভেঙে গেলে নিহতের মা দেখেন জান্নাতুল তাঁর পাশে নেই। অনেক খুঁজেও তাকে আর পাওয়া যায়নি। পরে আশেপাশের লোকজনও খুঁজতে শুরু করে। একপর্যায়ে তাকে ঘরের পাশে পানিভরা ডোবার মধ্যে তার মরদেহ পাওয়া যায়।
সুধারাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নবীর হোসেন জানান, শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।
Leave a Reply