বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৮:০৩ পূর্বাহ্ন

মনোনয়ন ফরম জমায় সরগরম বিএনপি কার্যালয়

প্রতিবেদক:করোনা মহামারীর মধ্যেও শুক্রবার সকালে কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতিতে সরব হয়ে উঠেছে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়।ঢাকা-৫, ঢাকা-১৮, নওগাঁ-৬ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনের মনোনয়ন প্রত্যাশীরা সকাল থেকে কর্মী-সমর্থক নিয়ে তাদের মনোনয়নপত্র জমা দেন।

চার আসনের জন্য মনোনয়নপত্র বিক্রি হয়েছে ২৫টি। এরমধ্যে দুপুর পর্যন্ত ঢাকা-১৮ আসনের জন্য মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, ঢাকা-৫ আসনে মহানগর দক্ষিণের সহসভাপতি নবী উল্লাহ নবীসহ ১২ জন মনোনয়নপ্রত্যাশী তাদের ফরম জমা দিয়েছেন।মনোনয়নপত্রের মূল্যমান ১০ হাজার টাকা।

২৫ হাজার টাকা জামানতসহ প্রার্থীরা মনোনয়ন ফরম জমা দিচ্ছেন।সকাল ৯টা থেকে ধানের শীষ প্রতীক, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি নিয়ে কর্মী-সমর্থকরা মিছিল নিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমবেত হয়।মনোনয়ন প্রত্যাশীরা দলের জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে তার মনোনয়ন ফরম জমা দেন।রিজভী বলেন, ‘আমরা এর আগেও দেখেছি- নির্বাচন, নির্বাচন কমিশন ও ভোট এগুলোকে জাদুঘরে পাঠানোর জন্য সরকার সকল আয়োজন সম্পন্ন করেছে।

আমরা ১২ বছর নিরবচ্ছিন্ন সংগ্রাম করছি গণতন্ত্র ফেরানোর জন্য। আমরা এসব উপনির্বাচনকে সংগ্রামের অংশ হিসেবে নিয়েছি।’তিনি বলেন, ‘সরকার তার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নানা কিছু করতে পারে। আমাদের বিশ্বাস ও আস্থার জায়গা হচ্ছে জনগণ। আমরা জনগণের শক্তির ওপর ভর করে এই উপনির্বাচনে অংশ গ্রহণ করব।

’শনিবার বিকেল ৫টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে।নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ঢাকা-৫ এবং নওগাঁ-৬ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ হবে ১৭ অক্টোবর।

তবে ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনের তফসিল কমিশন এখনো ঘোষণা করেনি।আওয়ামী লীগের হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে ঢাকা-৫, ইসরাফিল আলমের মৃত্যুতে নওগাঁ-৬, মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সিরাজগঞ্জ-১ এবং সাহারা খাতুনের মৃত্যুতে ঢাকা-১৮ আসন শূন্য হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2017 nktelevision
Design & Developed BY Shera Web