বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৫:১১ পূর্বাহ্ন
প্রতিবেদক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট চার হাজার ৭০২ জনের মৃত্যু হলো। একই সময়ে শনাক্ত হয়েছেন এক হাজার ২৮২ জন। এখন পর্যন্ত মোট শনাক্ত হলেন তিন লাখ ৩৬ হাজার ৪৪ জন।
আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ২৪৭ জন। দেশে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হলেন দুই লাখ ৩৮ হাজার ২৭১ জন। শনিবার স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বর্তমানে ৯৪টি পরীক্ষাগারে দেশে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১০ হাজার ৯৮টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৭২৩টি। দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭ লাখ ১৫ হাজার ৪৮১টি।প্রসঙ্গত, (১১ সেপ্টেম্বর) নমুনা সংগ্রহ করা হয়েছিল ১৪ হাজার ৯৬১টি, আর পরীক্ষা করা হয়েছিল ১৪ হাজার ৭৪৭টি।
Leave a Reply