বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৭:১১ পূর্বাহ্ন
প্রতিবেদক: নোয়াখালীর কোম্পানীগঞ্জের আসন্ন বসুরহাট পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে বসুরহাট পৌরসভা কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৩টায় কোম্পানীগঞ্জ উপজেলা আ’লীগ কার্যালয়ে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
বসুরহাট পৌরসভা কৃষকলীগের সভাপতি মো.সাহাব উদ্দিন’র সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ছিদ্দিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভা আ’লীগের সাধারণ সম্পাদক আবুল খায়ের, বসুরহাট পৌরসভা কৃষকলীগের সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান শাহীন, নোয়াখালী জেলা ছাত্রলীগ নেতা তাশিক মির্জা কাদের প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, বৈশ্বিক মহামারি করোনাভাইরাস প্রতিরোধে একজন মানবিক জনপ্রতিনিধি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। যেকোনো সময় জনপ্রতিনিধি হিসেবে রাত-দিন দায়িত্ব পালন করেছেন। সর্বদিক থেকে আব্দুল কাদের মির্জা পৌর পিতা হিসেবে অনন্য উচ্চতায়। সভায় বক্তারা আসন্ন পৌর নির্বাচনে বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জাকে পুনরায় নির্বাচিত করতে দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন।
Leave a Reply