শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৪:৩৪ পূর্বাহ্ন
প্রতিবেদক: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের যুবদলের স্থানীয় এক নেতাকে কুপিয়ে জখম করেছে যুবলীগের নেতা কর্মীরা।আশংকাজনক অবস্থায় তাকে নোয়াখালীর একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত শনিবার রাতে উপজেলার আমিশাপাড়া পাটোয়ারী বাড়ি সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।গুরুতর আহত মোঃ ফয়েজ (৩০) ওই উপজেলার দেওটি ইউনিয়নের সরকামতা গ্রামের মন্তাজ মিয়া বাড়ীর মৃত ইসমাইল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানাযায়,রাতে উপজেলার আমিশাপাড়া বাজার থেকে বাড়ী ফেরার পথে আগে থেকে ওঁৎ পেতে থাকা যুবলীগের নেতা কর্মীরা ফয়েজকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এসময় তার সাথে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয় তারা।একপর্যায়ে স্থানীয় লোকজন এগিয়ে এলে যুবলীগ নেতা-কর্মীরা পালিয়ে যায়।পরে তাকে উদ্ধার করে মাইজদী একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়।তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা নেয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
এ ব্যাপারে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) গিয়াস উদ্দিন জানান, এ বিষয়টি কেউ আমাকে অবহিত করেনি।অভিযোগ পেলে আইগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply