বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৪:২২ অপরাহ্ন
গেল একদিনে করোনা মহামারিতে বিশ্বে পাঁচ হাজারের বেশি জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট প্রাণহানি ৯ লাখ ৬১ হাজার ছাড়িয়েছে। মোট আক্রান্ত তিন কোটি ১০ লাখের কাছাকাছি।
করোনায় দৈনিক মৃত্যু ও শনাক্তের সংখ্যায় শীর্ষে থাকা ভারতে শনিবার আরো ১১ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু ৮৬ হাজার সাতশ’ ছাড়িয়েছে। এদিন শনাক্ত হয়েছে ৯২ হাজার সাত শতাধিক।
এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫৪ লাখের কাছাকাছি। পার্লামেন্টের তিন সদস্যের করোনা শনাক্ত হওয়ায় আগামী বুধবার থেকে লোকসভা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। সার্বিক আক্রান্ত ও মৃতের সংখ্যায় প্রথমে থাকা যুক্তরাষ্ট্রে আরো সাড়ে ছয় শতাধিকসহ মোট প্রাণহানি দুই লাখ তিন হাজার আটশ’ ছাড়িয়েছে। নতুন করে ৪২ হাজার শনাক্তসহ মোট আক্রান্ত ৬৯ লাখ ৬৭ হাজারের বেশি।
Leave a Reply