বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৬:০২ পূর্বাহ্ন
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচর উপজেলার এসআরবি ব্রিকস নামক একটি ইট ভাটাকে এক লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে ২৫দিনের জেল দিয়ে ইটভাটাটি ভেঙ্গে গুটিয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকেলের দিকে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.আরিফুর রহমান ভ্রাম্যমাণ আদালত এ অর্থদন্ড প্রদান করে।
আদালত সূত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর আওতায় ইটভাটাকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।
এ সময় আদালত পরিচালনায় সহযোগিতা করেন জেলা পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টর সৌমেন মৈত্র, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আইন- শৃঙ্খলা রক্ষায় ছিলেন চরজব্বার থানা পুলিশ।
Leave a Reply