কোম্পানীগঞ্জ প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে চেক প্রতারণার মামলায় পুলিশ সাজাপ্রাপ্ত এক নারী আসামিকে আটক করেছে।
আটককৃত আসামি মোসাম্মৎ রাশিদা বেগম উপজেলার মুছাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আব্দুর রব টেন্ডল বাড়ীর আব্দুল মতিনের স্ত্রী।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড থেকে তাকে আটক করে পুলিশ।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আরিফুর রহমান আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, সে একটি চেক প্রতারণার মামলায় ৫ মাসের সশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামি এবং দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড দেয় আদালত। শনিবার দুপুরে তাকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।
Leave a Reply