শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩, ০৯:২৫ অপরাহ্ন
নোয়াখালী প্রতিনিধি:“ভিক্ষা নয় অধিকার চাই, নদী ভাঙ্গন রোধ চাই” এই শ্লোগানে নোয়াখালী ও চট্রগ্রামের সীমান্তবর্তী অঞ্চল সন্দ্বীপ উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ উড়িরচর ইউনিয়নে নদী ভাঙ্গন রোধের দাবীতে বিশাল ঐতিহাসিক মানববন্ধন, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে উড়ির চর প্রবাসী ফাউন্ডেশনের আয়োজনে মেঘনার নদী ভাঙ্গন কবলিত স্থানে বাস্তুহারা মানুষ এ মানববন্ধনে অংশগ্রহন করেন। এতে ভাঙ্গন কবলিতরা জানায় ২০বছর যাবত বেড়ীবাঁধ নির্মাণ না করায় হাজারো মানুষ ভিটামাটি হারিয়েছে।
এ সময় বক্তারা পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় সংসদ সদস্যের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত পদক্ষেপ নিয়ে ওড়িরচরকে নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা করার জন্য দাবী জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান আব্দুর রহীম, মো. জাহাঙ্গীর আলম, ছাত্রলীগ নেতা সোহেল রানা, সাফায়েত উল্যাহ রাব্বী শামীম মাহমুদ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply