বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৬:৩৮ পূর্বাহ্ন
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় মিথ্যা-ষড়যন্ত্রমূলক চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারকৃত সংবাদ সংলাপ ডটকম ও আলোকিত সময় পত্রিকার সোনাইমুড়ি উপজেলা প্রতিনিধি মো. সেলিমের মুক্তির দাবিতে মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে সোনাইমুড়ি প্রেসক্লাবের আয়োজনে জেলায় কর্মরত সাংবাদিকরা এ কর্মসূচিতে অংশগ্রহন করে।
এসময় বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান চৌধুরী, আবু নাছের মঞ্জু, আকবর হোসেন সোহাগ, সোনাইমুড়ি প্রেসক্লাবের সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক বেলাল হোছাইন ভূঁইয়া প্রমূখ।
মানববন্ধন-সমাবেশে বক্তারা বলেন, সোনাইমুড়ি উপজেলার শিলমুদ গ্রামে অবৈধভাবে বালু উত্তোলনকারী সোলাইমান চৌকিদারের ছেলে আবদুল্যাহ’র বিরুদ্ধে সংবাদ প্রচার করার পর উপজেলা প্রশাসন বালু উত্তোলণ বন্ধ করে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে বালু উত্তোলণকারীরা থানায় মিথ্যা চাঁদাবাজীর মামলা দায়ের করেন।
পুলিশ কোনো প্রকার তদন্ত ছাড়াই গত ২৩ সেপ্টম্বর রাতে মামলা গ্রহণ করে এবং মধ্যরাতে তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করে। যা সম্পূর্ণ আইনবর্হিভূত। বক্তারা মো. সেলিমের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি ও তার নি:শর্ত মুক্তি কামনা করেন। একই সঙ্গে অবৈধভাবে বালু উত্তোলনকারী সোলাইমান চৌকিদার ও তার ছেলে আবদুল্যাহ’র শাস্তি দাবি করেন।
Leave a Reply