শনিবার, ১০ জুন ২০২৩, ০৭:৩৯ অপরাহ্ন
সালাহ উদ্দিন সুমন,নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক বাদশা (৫৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (২৭ সেপ্টেম্বর) প্রচন্ড বুকের ব্যাথা নিয়ে বেগমগঞ্জ থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে দুপুর ২.৩০ মিঃ কুমিল্লায় মারা যান তিনি। ওমর ফারুক বাদশা নোয়াখালী ৩ আসনের সাবেক এমপি মরহুম নুরুল হক সাহেব’র ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার রাতে নিজ বাসায় অসুস্থ হন তিনি। (রোববার) সকাল ১০টার দিকে হঠাৎ বুকে প্রচন্ড ব্যাথা অনুভব করেন । প্রথমে তাকে চৌমুহনী বাজারের লাইফ কেয়ার হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা।
পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে কুমিল্লায় তাঁর মৃত্যু হয়। পারিবারিক জীবনে তিনি দুই পুত্র সন্তানের জনক ছিলেন। তার মৃত্যুতে নোয়াখালী জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে শোক জানিয়েছেন সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি ও সদর উপজেলাবাসির পক্ষ থেকে চেয়ারম্যান একেএম শামছুদ্দিন জেহান।
এছাড়াও শোক জানিয়েছেন বেগমগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ,সেচ্ছাসেবকলীগ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
Leave a Reply